সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৫, ২০২১
১০:০৮ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২১
১০:০৮ অপরাহ্ন
পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ফের ভাঙন লাগলো রাজ্যটির শাসক দল তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূল ছাড়লেন রাজ্যটির রায়দিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়।
এদিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়েছেন। দেবশ্রী জানান, তৃণমূলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না তিনি।
তবে তৃণমূল ছেড়ে দিয়ে রাজনৈতিক সন্যাস নেওয়ার ইচ্ছা দেবশ্রীর নেই। জানিয়েছেন, টানা ১০ বছর ধরে মানুষের জন্য কাজ করেছি। তাই মানুষের জন্য কাজ করে যাওয়ার ইচ্ছা আছে। সেইসঙ্গে বেশি করে অভিনয়ে ফেরার কথাও ভবছি আমি।
কেন দেবশ্রী তৃণমূল ছাড়লেন? সেই প্রসঙ্গে দেবশ্রী জানান, তৃণমূলের জন্য কি করি নি? দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে মঞ্চে নাচতে বলেছেন, আমি নেচেছি।
অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে এনে দিতে বলেছেন এনে দিয়েছি। কিন্ত দল আমাকে কি দিয়েছে? দুই বারের বিধায়ক হওয়া সত্বেও মন্ত্রীত্ব পাইনি, এমনকী সরকারের কোনও কমিটিতেও জায়গা পাইনি।
তাহলে কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন দেবশ্রী? তিনি জানান, এখনও কিছু ভাবিনি। তবে অভিনয়ে ফেরার ইচ্ছা আছে।
আর রাজনীতিতে সম্মানের সঙ্গে কেউ ডেকে নিলে ভেবে দেখবো। তবে তিনি এদিন তৃণমূল ছাড়ার পর তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি। বলেন, তৃণমূল আমাকে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছে একথা সত্যি।
আমি সেজন্য সারাজীবন কৃতজ্ঞ থাকবো। তবে তৃণমূল আমাকে অসম্মানও কম করেনি। আমি এবারে রায়দিঘীতে প্রার্থী হবো না নিজে থেকেই বলেছিলাম।
কিন্ত তারপরেও দলের কেউ আমাকে ফোন করেনি। আমি কেমন আছি সেই খবরটাও কেউ নেয়নি। অথচ আমাকে ফোন করে দিনের পর দিন হুমকি দেওয়া হচ্ছে।
দেবশ্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন, দিদি আসলে এখন আর নিজে কিছু করেন না। অন্যের কথায় তিনি চলেন। যে কারণে দলের পুরনোরা একে একে দল ছাড়ছেন। দিদির এখন অনেক পরামর্শদাতা বলেও মন্তব্য করেন তিনি।
বি এন-০৫