বড়লেখায় গাঁজাসহ একজন গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি


মার্চ ১৬, ২০২১
০৩:২৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
০৩:২৫ পূর্বাহ্ন



বড়লেখায় গাঁজাসহ একজন গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় ১ কেজি গাঁজাসহ কলিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) সকালে পুলিশ তাকে কেছরীগুল এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কলিম কেছরীগুল গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে থানার এসআই আবু সাইদের নেতৃত্বে পুলিশ কলিম উদ্দিনের বসতঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

এজে/আরআর-০৯