কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি


মার্চ ১৭, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন



কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
আলাউদ্দিন সভাপতি, আহাদ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক

কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আলাউদ্দিন কবিরকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আবদুল আহাদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  

কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বিদায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীষ কুমার ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক কালের কণ্ঠ'র প্রতিনিধি মাহফুজ শাকিল, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকালের খবর'র প্রতিনিধি সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক কুলাউড়ার ডাক'র স্টাফ রিপোর্টার বিকাশ মল্লিক, কোষাধ্যক্ষ সাপ্তাহিক মানব ঠিকানা'র রিপোর্টার সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক অনলাইন পূর্বপশ্চিম'র জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ূম।

নির্বাহী সদস্যরা হলেন, বিশ্বজিৎ দাস (দৈনিক প্রতিদিনের সংবাদ), আশীষ কুমার ধর (দৈনিক বাংলাদেশের আলো), মিন্টু দেশোয়ারা (ডেইলি স্টার), সেলিম আহমেদ (দৈনিক মানবকণ্ঠ), সৈয়দ আশফাক তানভীর (দৈনিক সমকাল) ও আব্দুল করিম বাচ্চু (সাপ্তাহিক হাকালুকি)।  

 

জেএইচ/আরআর-১৫