মিয়ানমারে রক্তের বন্যা, আরও ২০ জনকে হত্যা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৭, ২০২১
০৪:০৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন



মিয়ানমারে রক্তের বন্যা, আরও ২০ জনকে হত্যা

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় সেনা পুলিশ এতে হতাহতের এ ঘটনা ঘটে।

সোমবার ২০ জনকে হত্যার খবর নিশ্চিত করেছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামে একটি সংগঠনও।

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও পশ্চিমাঞ্চলীয় শহর হাখাসহ বেশ কয়েকটি শহরে কারাবন্দি নেত্রী অং সান সু চির সমর্থকরা সোমবার সমাবেশ করে। মধ্যাঞ্চলীয় মাইংইয়ান ও অংলান শহরে পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি চালায়। এতেই ২০ জন হতাহত হয়।

গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল গত রবিবার। এদিন বিক্ষোভের মধ্যে ৩৯ জনতে হত্যা করা হয়। কিন্তু এএপিপি বলছে, মোট ৭৪ জন নিহত হয়েছেন। শুধু হ্লাইংথায়ায় ২২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

আরসি-০২