বড়লেখা প্রতিনিধি
মার্চ ১৭, ২০২১
০৭:৩১ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২১
১০:৫৯ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীন বেগম (৩০) নামে চার সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তালিমপুর ইউপির দক্ষিণ বড়ময়দাম গ্রামের সুনাম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত পারভীন ওই গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।
তালিমপুর ইউপির চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বুুুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার পারভীন বেগমের প্রতিবেশী সুনাম উদ্দিনের বাড়িতে মেহমান আসেন। বিকেলে পারভীন বেগম সুনাম উদ্দিনের বাড়িতে মেহমানদের দেখতে যান। এসময় অসাবধানতাবশত মিটারের পাশে আর্থিং লাইনে বাম হাত লেগে পারভীন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন। পরে পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। মানবিক কারণে আর নিহত গৃহবধূর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিত ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে।’
এজে/বি এন-০১