সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৯, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৯, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন
টিকাদানের জোরদার কার্যক্রমের মধ্যেও করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যুর লাগাম টেনে ধরা যাচ্ছে না। নতুন নতুন স্ট্রেইনের কারণে বাড়ছে সংক্রমণও।
ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৭ লাখ ৩ হাজার ছাড়িয়ে গেছে।
একই সময়ে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার জন। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১২ কোটি ২৩ লাখ সাড়ে ৬৭ হাজারের বেশি।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৭ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। এছাড়া ২ হাজার ৬৫৯ মৃত্যু নিয়ে দৈনিক মৃত্যুতেও শীর্ষে রয়েছে দেশটি। দেশটি করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৬২ হাজারের বেশি সংক্রমিত হয়েছে। একই সময় মারা গেছে ১ হাজার ৭০৫ জন।
করোনার সংক্রমণ অব্যাহতভাবে বাড়ছে ভারতেও। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজার রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। আগের দিন এই সংখ্যা ছিল ৩৬ হাজারের মতো।
বি এন-০৩