মেক্সিকোয় মাদক কারবারিদের হাতে ১৩ পুলিশ নিহত

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৯, ২০২১
০৪:৩৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২১
০৪:৩৮ অপরাহ্ন



মেক্সিকোয় মাদক কারবারিদের হাতে ১৩ পুলিশ নিহত

নিয়মিত টহলের সময় সেন্ট্রাল মেক্সিকোয় বন্দুকধারীদের সংঘর্ষে ১৩ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অপরাধীরা মাদক পাচারকারী দলের সদস্য।

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াটপেক হারিনাস পৌরসভার লানো গ্রান্ডে এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর বহরে হামলা চালায় বন্দুকধারীরা। 

এলাকাটির অবস্থান মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমে এবং স্টেট অব মেক্সিকোর রাজধানী টলুকা শহরের প্রায় ৪০ মাইল দক্ষিণে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বুলেটবিদ্ধ পুলিশের একটি গাড়ি এবং অনামা একটি ট্রাক রাস্তায় পড়ে আছে। 

রাস্তায় পড়ে আছে পুলিশ কর্মকর্তাদের মরদেহ। এমনকি কারো কারো মরদেহ পড়ে আছে গাড়ির ভেতরেও।

হামলায় নিহত পুলিশ সদস্যদের মধ্যে আটজন রাজ্য পুলিশে নিয়োজিত ছিলেন। আর অপর পাঁচজন নিয়োজিত ছিলেন রাজ্য প্রসিকিউটরের কার্যালয়ে।

হামলাকারীদের খোঁজে স্থল ও আকাশপথে অভিযান চালাচ্ছে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। ওই হামলার ঘটনায় ঠিক কতজন সন্দেহভাজন বন্দুকধারী হতাহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ২০১৯ সালে মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় ১৪ পুলিশ সদস্য মারা যান।

এই হামলার পর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল ল্যাপেজ ওব্রাডোর আরও চাপে পড়েছেন। ২০১৮ সালে ক্ষমতায় আসা ল্যাপোজ মেক্সিকোকে নিরাপদ ভূমি গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত দেশটিতে শান্তি ফেরেনি।

বি এন-০৪