রাজনগরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩৫

রাজনগর প্রতিনিধি


মার্চ ২১, ২০২১
০১:০১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২১
০১:০১ পূর্বাহ্ন



রাজনগরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩৫

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বসা নিয়ে  বাকবিতণ্ডার জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২০ মার্চ) রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি নিক্ষেপ করেছে পুলিশ। 

ফতেহপুর ইউনিয়নের বেড়কুড়ি ও তুলাপুর গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে উল্লেখ করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষে ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১০ থেকে ১২টি দোকান ভাঙচুর ও লুটপাট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে দুইজন শ্রমিকের অটোরিকশায় ওঠা নিয়ে ঘটনার সূত্রপাত ঘটে। পরে দুই গ্রামের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা দুই গ্রামের মানুষের সংঘর্ষে রূপ নেয়। আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার মোবই মিয়া জানান, যাত্রী বহন নিয়ে বাকবিতণ্ডা হলে পরে বিষয়টি দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে ঘটনাটি বড় রূপ নেয় এবং লাঠি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে ৩০-৩৫ জন আহত হয়েছেন। 

ওসি আবুল হাসিম বলেন, 'পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।'

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি।

 

এফএইচ/আরআর-০৬