কমলগঞ্জে পুলিশের মাস্ক বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি


মার্চ ২১, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন



কমলগঞ্জে পুলিশের মাস্ক বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (২০ মার্চ) সকাল ১১টায় থানা পুলিশের উদ্যোগে ভানুগাছ বাজার চৌমুহনী, উপজেলা চৌমুহনীসহ বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়।

যেসব পথচারী মাস্ক পরেননি, তাদেরকে মাস্ক পরার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয় পুলিশের প্রচার টিম। এছাড়া মাস্কবিহীন পথচারীদের পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান, পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা, এসআই ফজলে এলাহি, এএসআই আনিছুর রহমান, এএসআই হামিদ প্রমুখ।

 

এসডি/আরআর-১০