জুড়ী প্রতিনিধি
মার্চ ২১, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাবিবনগর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুড়ী উপজেলায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশের সভাপতিত্বে ও ছাত্রনেতা তাপস দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ।
এছাড়া বক্তব্য দেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অরুণ চন্দ্র দাশ, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিমল মোদক, হিন্দু ঐক্য পরিষদের সহ-সভাপতি হরিপদ কর, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির দারা, মাসুক আহমেদ, নিরোদ বিহারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, অটল কৃষাণ সিংহ শিবেন, হিন্দু ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক প্রভাষক লিটন রঞ্জন দত্ত, হিন্দু যুব পরিষদের আহ্বায়ক রাজীব বৈদ্য রাজু, যুবনেতা চন্দন দাশ, টিএসএস নেতা প্রভাষক সানি পান্ডে প্রমুখ।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজকর্মী ও সর্বস্তরের সাম্প্রদায়িক প্রতিহিংসাবিরোধী সচেতন জনসাধারণ।
এইচআর/আরআর-১১