শ্রীমঙ্গলে পুলিশের মাস্ক বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ২১, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন



শ্রীমঙ্গলে পুলিশের মাস্ক বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক সপ্তাহ ও জনসাধারণের মাঝে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

‘মাস্ক পড়ার অভ্যাস কোভিড-১৯ মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২১ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল থানা থেকে একটি জনসচেতনতা মূলক র‌্যালি বের করা হয়। 

শ্রীমঙ্গল থানা থেকে বের করে শহরের চৌমুহনা চত্বর হয়ে থানা প্রাঙ্গণে আলোচনা সভাস্থলে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

এ সময় আলোচনা সভাস্থল থেকে মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন উপস্থিত সবাই। পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধকরণে সচেতনতা মূলক পরামর্শও প্রদান করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজিত এই কর্মসূচিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং দায়িত্বপ্রাপ্ত শ্রীমঙ্গল সার্কেল, মো. জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক আকরাম খান, এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, যুবলীগ নেতা তালুকদার রায়হান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কাজী আসমা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, কাউছার ইকবাল,  শ্রীমঙ্গল থানার অফিসার ও সাংবাদিকবৃন্দ।

বক্তব্য শেষে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক, সিএনজি চালক, বাসচালক এবং বাসযাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

জি কে/বি এন-০৬