বড়লেখা প্রতিনিধি
মার্চ ২২, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় করোনার সংক্রমণ প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করেছে বড়লেখা থানার পুলিশ। রবিবার (২১ মার্চ) সকালে থানা কমপ্লেক্সের সামনে পুলিশের উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, মাস্ক বিতরণ ও বিভিন্ন যানবাহনে লিফলেট লাগানো হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে ও এসআই প্রভাকর রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বড়লেখা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজিব দেবনাথ প্রমুখ।
এজে/আরআর-০৭