মৌলভীবাজার প্রতিনিধি
মার্চ ২২, ২০২১
১০:১৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২১
১০:১৮ অপরাহ্ন
নভেল করোনার দ্বিতীয় ধাপে মৌলভীবাজারে নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে সদর উপজেলার বাসিন্দা বেশী।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (২১ মার্চ) ৪৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১১ জনের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে ৫ জন সদরে, ৩ জন শ্রীমঙ্গলে, ২জন কুলাউড়া উপজেলায় ও ১ জন কোন উপজেলার সেটি জানা যায়নি।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৭০ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৯১২ জন। তবে নতুন আক্রান্তরা নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন বলে জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার।
মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রবিউস সানি বলেন, ‘একদিনে ১১ জন আক্রান্ত হওয়ার ঘটনা গত ৩ মাসের মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ।’
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলার ৪০টি স্থানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, জেলা জুড়ে চেকপোস্ট চালু করেও সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালিত হবে।
এস এইচ/বি এন-০৫