জুড়ী প্রতিনিধি
মার্চ ২৪, ২০২১
০৭:৩০ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২১
০৭:৩৪ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার চা বাগানে গরু চরানোকে কেন্দ্র করে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সাগরনাল চা বাগানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরনাল চা বাগানের বড় লাইনের বাসিন্দা শংকর পাশীর পুত্র মনা পাশী (২০) গরু চরানোর সময় অপর রাখাল অমরজিৎ পানিকা (২২) মনা পাশীকে বাধা দেয় এবং গরু কেন ছাড়ল বলে গালাগালি করে। এক পর্যায়ে দুজনের মধ্যে তর্কা তরকির পর হাতাহাতির সৃষ্টি হলে পানিকার হাতে থাকা দারালো দা দিয়ে মনার গলায় বেশ কয়েকটি কোপ দিলে ঘটনাস্থলেই মনা নিহত হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাগানে আসছি। আসামীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং আসামী গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এইচআরকে/আরসি-০৫