শ্রীমঙ্গল প্রতিনিধি
মার্চ ২৪, ২০২১
১০:১২ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২১
১০:১২ অপরাহ্ন
শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক সপ্তাহ ও জনসাধারণের মাঝে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিয়েছে।
‘মাস্ক পড়ার অভ্যেস কোভিড মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২১মার্চ) থেকে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি শুরু করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায় ২১ মার্চ থেকে ২৪ মার্চ (বুধবার) পর্যন্ত ৬ হাজার পথচারীদের মাঝে মাছ বিতরণ করা হয়।
করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় শ্রীমঙ্গল থানা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
২৪ মার্চ (বুধবার) থানা পুলিশ আয়োজিত উদ্বুদ্ধকরণ ও মাস্ক বিতরণ কর্মসূচিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন সোহেল সহ শ্রীমঙ্গল থানার অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
এ সময় আলোচনা সভাস্থল থেকে মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন উপস্থিত সবাই। পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধকরণে সচেতনতা মূলক পরামর্শও প্রদান করা হয় সভাস্থল থেকে।
জি কে/বি এন-০৭