শ্রীমঙ্গলে বেড়েছে করোনার সংক্রমণ

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ২৬, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে বেড়েছে করোনার সংক্রমণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ করে বেড়ে গেছে করোনা রোগীর সংখ্যা। গত দুইদিনে নতুন করে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

উপজেলার ক্যাথলিক মিশন রোডের ১ জন, কালাপুর ইউনিয়নের ১ জন, পশ্চিম ভাড়াউড়ার ১ জন, কলেজ রোডের ২ জন, আমতৈল চা-বাগানের ১ জন ও মাকরিছড়ার ১ জনসহ মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, শ্রীমঙ্গলে গত দুইদিনে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ জন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন এবং বাকি ৭ জন নিজেদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

এদিকে, শহর ঘুরে দেখা গেছে গণপরিবহনে চালকের মাস্ক নেই। রিকশা, আটোরিকশা, টমটমে স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রী ওঠানো হচ্ছে। সবজি বাজার, মাছ বাজার ঘুরে দেখা যায় স্বাস্থ্যবিধি না মেনে ক্রয়-বিক্রয় চলছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, 'শ্রীমঙ্গলে নতুন করে আবারও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা গত তিনদিনে ৬ হাজার মাস্ক বিতরণ করেছি এবং প্রতিদিন হ্যান্ড মাইক নিয়ে শহরে সচেতনতামূলক প্রচার চালাচ্ছি।'

 

জিকে/আরআর-০৬