বড়লেখায় গণহত্যা দিবস পালিত

বড়লেখা প্রতিনিধি


মার্চ ২৬, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন



বড়লেখায় গণহত্যা দিবস পালিত

মৌলভীবাজারের বড়লেখায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম এমাজুদ্দিন সরদার, থানার এসআই প্রভাকর রায় প্রমুখ।

 

এজে/আরআর-১৪