মৌলভীবাজার প্রতিনিধি
মার্চ ২৬, ২০২১
১০:০৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২১
১০:০৩ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্যবসা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করে তা আদায় করা হয়েছে।
জানা যায়, প্রত্যেকটি জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়। তবে কমলগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান সমূহে এসব দিবসে জাতীয় পতাকার সম্মানহানি করে ইচ্ছেমত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আবার কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ১১টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় এসআই বিজয় প্রসাদ দেবনাথের নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল এ অভিযানে সহায়তা করেন। অভিযানকালে জাতীয় পতাকা উত্তোলন না করার দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১৪০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী এ অভিযান পরিচালনা ও জরিমানা করে অর্থ আদায়ের সত্যতা নিশ্চিত করেন।
এস ডি/বি এন-০৫