ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৭, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন



ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ রেলওয়ে স্টেশনে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার নাম কাজল চন্দ্র কর (৫০)। তিন কমলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধানসিড়িঁ আবাসিক এলাকার মৃত যোগেশ চন্দ্র করের ছেলে। শুক্রবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাজল চন্দ্র কর দুপুর ১২টায় ভানুগাছ রেলওয়ে স্টেশনে এসে প্লাটফর্ম ও রেললাইনে ওঠানামা করছিলেন। দুপুর সাড়ে ১২টায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশনে প্রবেশকালে তিনি ঝাঁপ দিয়ে ট্রেনের নিচে পড়ে যান। মুহহূর্তের মধ্যে তার দেহ ত্রিখন্ডিত হয়ে যায়। 

কাজল চন্দ্র কর ভানুগাছ বাজারের মাখন মিষ্টান্ন ভান্ডারের সামনে বসে পান-সিগারেট বিক্রি করতেন। এলাকাবাসীর ধারণা, কোনো কারণে মানসিক যন্ত্রণা থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শ্রীমঙ্গলস্থ জিআরপি থানার পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেছি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এসডি/আরআর-০৩