জুড়ী প্রতিনিধি
মার্চ ২৭, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন
'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিনের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
এ সময় বক্তব্য দেন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি জুবায়ের হাসান জেবলু ও বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনোতোষ কুমার দেবনাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদস্য ছিদ্দিকুর রহমান সুমন, ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা, উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ কবির উদ্দিন, যুবলীগ নেতা আহমদ আল সোহাদ, ছাত্রলীগ নেতা তাপস দাস প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধারা হলেন দেশের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, তৈমুছআলী স্মৃতি পরিষদ, জুড়ী সরকারি উচ্চবিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়।
সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সীমিত আকারে শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এইচএইচ/আরআর-০৭