বড়লেখায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি


মার্চ ২৭, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন



বড়লেখায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) বেলা আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিস দে শুভ্রের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশার (ভূমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সুবেদার রিয়াজ উদ্দিন, এখলাছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান প্রমুখ।

 

এজে/আরআর-০৮