মিয়ানমারে ৫০ বিক্ষোভকারীকে হত্যা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৭, ২০২১
০৪:৫১ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২১
০৪:৫১ অপরাহ্ন



মিয়ানমারে ৫০ বিক্ষোভকারীকে হত্যা

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৫০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ঘিরে মিয়ানমারের সেনাবাহিনী বিক্ষোভকারীদের ‘মাথায় এবং পেছনে’ গুলি করা হবে বলে হুমকি দিলেও তা উপেক্ষা করে শনিবার দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন, মান্দালয় এবং অন্যান্য এলাকায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ।

স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ এক প্রতিবেদনে বলেছে, শনিবারের বিক্ষোভে কমপক্ষে ৫০ জনের প্রাণ গেছে। তবে বার্তাসংস্থা নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণহানির এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্রের মন্তব্যও পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলের নেত্রী অং সান সুচিকে আটক করা হয়। এরপর থেকে প্রায় প্রতিদিন বিক্ষোভ করে আসছেন মিয়ানমারের গণতন্ত্রকামী জনগণ। 

বি এন-০৫