মৌলভীবাজারে হেফাজতের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন



মৌলভীবাজারে হেফাজতের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (২৭ মার্চ) বিকেলে শহরের দেওয়ানী মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলটি কোর্ট রোড হয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মাওলানা শাহ মিছবাহ'র পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, হেফাজতে ইসলামের নেতা ইসলাম উদ্দিন, মাওলানা এহসান জাকারিয়া ও কেন্দ্রীয় সদস্য মাওলানা জামিল আহমদ আনসারি।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকারের কাছে প্রশ্ন- নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে দেশে আলেম-উলামা শহীদ কেন? হাজার হাজার ভাই, ছাত্র-জনতা আঘাতপ্রাপ্ত কেন? গতকালের ঘটনায় পরিষ্কার বোঝা যায় আপনি বাংলাদেশের জনগণের সরকার নযন। আর এদেশে থাকতে হলে বাংলাদেশের সরকার হয়ে থাকতে হবে।

সমাবেশে আগামীকাল রবিবার সারাদেশের মতো মৌলভীবাজারেও শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করার আহ্বান জানান বক্তারা।

 

এসএইচ/আরআর-০৯