যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সহিংসতায় নিহত ২

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৮, ২০২১
০৬:৩০ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০৬:৩০ অপরাহ্ন



যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সহিংসতায় নিহত ২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শুক্রবার রাতে একাধিক সহিংসতায় একজন পুুরুষ এবং নারী নিহত এবং ৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছে, প্রথমে লোকজনের মধ্যে হাতাহাতি হয় পরবর্তীতে গোলাগুলিতে রূপ নেয়। পৃথক দু'টি ঘটনায় দুইজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- দোনোভোন লিঞ্চ ও দেশায়লা হ্যারিস। রিসোর্ট এলাকায় আটলান্টিক অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে এই সহিংসতা শুরু হয়। একদল লোক নিজেদের মধ্যে মারামারি শুরু করে এবং পরে তা সহিংসতায় রূপ নেয়।

এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আহমন জাহরি অ্যাডামস, নিকুয়েজ তিয়ন বেকার এবং ডেভন মাউরাইস ডর্সি।

বিএ-০৫