মৌলভীবাজারে নিরুত্তাপ হরতাল, চলেছে যানবাহন

মৌলভীবাজার প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
০৮:৩১ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০৮:৩১ অপরাহ্ন



মৌলভীবাজারে নিরুত্তাপ হরতাল, চলেছে যানবাহন

মৌলভীবাজারে হরতালের সমর্থনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের কর্মীরা। তবে এর পরও যান চলাচল স্বাভাবিক ছিল।

রবিবার (২৮ মার্চ) সকালে শহরের জুগিডহর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হেফাজতে ইসলামের কর্মীরা। তবে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে বা হরতালবিরোধী কাউকে মাঠে দেখা যায়নি। শহরের প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে অবস্থান করেছে পুলিশ। টহল দিয়েছে র‍্যাবও। 

মৌলভীবাজার পৌর এলাকা ঘুরে দেখা গেছে, বাস, অটোরিকশা, মোটরসাইকেলসহ সবধরনের যান চলাচল স্বাভাবিক ছিল। এছাড়া কর্মজীবী মানুষের অফিস বা কাজের জন্য বের হওয়াসহ যাবতীয় কার্যক্রম স্বাভাবিক ছিল।

শিক্ষার্থী নাছির আহমদ বলেন, 'হরতালের কোনো প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে না। যান চলাচল সব স্বাভাবিক দেখা যাচ্ছে। শহরের পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।'

তবে খেলাফত মজলিসের নেতা আবদুর রহমান সুহেল বলেন, 'মানুষ স্বেচ্ছায় ঘর থেকে বের হচ্ছে না। গাড়ি বের করছে না। সবাই হরতালের সমর্থনে রয়েছে।' 

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, 'মৌলভীবাজারের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে। কুলাউড়ায় কিছু লোক জড়ো হওয়ার চেষ্টা করেছিল। পুলিশ পরে অবস্থা নেয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'

 

এসএইচ/আরআর-০৩