মিয়ানমারে শেষকৃত্য অনুষ্ঠানে গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৪৫৯

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৯, ২০২১
০৮:০৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৯, ২০২১
০৮:৩১ অপরাহ্ন



মিয়ানমারে শেষকৃত্য অনুষ্ঠানে গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৪৫৯

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরমধ্যে শনিবার দেশটিতে প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে সবচেয়ে বেশি নিহত হয়েছেন; ১১৪ জনের মৃত্যু হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়। এ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে এ পর্যন্ত ৪৫৯ জন নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, শেষকৃত্য অনুষ্ঠানেও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

আজ সোমবার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে, শনিবার নিহতদের একজনের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। পরদিন গতকাল রবিবার প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে ৪০ জন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ২৭ জনসহ মিয়ানমারজুড়ে অন্তত ১১৪ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও। দেশটিতে গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর শুরু হওয়া সামরিক শাসনবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

রয়টার্সের সঙ্গে কথা বলা তিন প্রত্যক্ষদর্শী ইয়াঙ্গুনের কাছে বাগো শহরে শনিবার নিহত ২০ বছর বয়সী শিক্ষার্থী থায়ে মং মংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে রোববার নিরাপত্তা বাহিনীর গুলির ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি-না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি।

থায়ে মং মংয়ের শেষকৃত্যে যোগ দেওয়া আয়ে নামে এক নারী বলেন, যখন আমরা তার জন্য বিপ্লবের গান গাইছিলাম, তখনই নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে আমাদের দিকে গুলি ছোড়েন। গুলির মুখে সেখানে থাকা সবাই পালিয়ে যান, আমরাও পালিয়ে যাই।

প্রতিবেদন বলছে, রোববার মিয়ানমারে পৃথক দুই গুলির ঘটনায় আরও দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলোও। রাতে নেপিডোর কাছে একটি এলাকায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয়, জানিয়েছে মিয়ানমার নাও।

 

এএফ/০৩