কমলগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ১৫ দিনের মাথায় ভেঙে পড়েছে ড্রেনের একপাশের দেয়াল। মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা এ ড্রেনটি ভেঙে পড়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। দুই লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন এ কাজটি বাস্তবায়ন করেছেন।
স্থানীয়রা জানান, প্রথম থেকেই এ ড্রেন নির্মাণের কাজে নয়-ছয়ের অভিযোগ ছিল। স্থানীয়রা বিষয়টি কমলগঞ্জ পৌরসভার মেয়রকে অবগত করলে তিনি সরেজমিনে কাজ পরিদর্শন করে কাজে অনিয়মের কারণে দুইদিন কাজ বন্ধ রাখার নির্দেশ দিলে কাজ বন্ধ ছিল। কিন্তু পরবর্তীতে কাজের গুনগত মানের নিশ্চয়তা দিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ সমাপ্তের ১৫ দিনের মাথায় মঙ্গলবার ভোরে হালকা বৃষ্টির মধ্যেই হঠাৎ ড্রেনের দেয়াল ধ্বসে পড়ে।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ বলেন, 'শুরু থেকে কাজে অনিয়ম থাকায় এলাকাবাসীর অভিযোগে সরেজমিনে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেই। পরবর্তীতে কাজের গুনগতমানের নিশ্চয়তা প্রদান করলে কাজ আবার শুরু হয়।'
কাজের ঠিকাদার সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।
এসডি/আরআর-০৫