জামালগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০২, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২১
০১:৫৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওররক্ষা বাঁধের কাজে সম্পৃক্ত উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী-খাল পুনঃখননের জন্য স্কিম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষ্যে সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী উপজেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ২০২০-২০২১ অর্থবছরে গৃহীত প্রকল্পের কাজ সমাপ্তকরণ সংক্রান্ত তথ্যাবলী উপস্থাপন করতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি বিশ্বজিত দেব। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শাখা কর্মকর্তা মো. রেজাউল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন ও উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যকর্মীরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার ছোট-বড় ৬টি হাওরে ৪৪টি প্রকল্পের আওতায় মোট বরাদ্দ ৭ কোটি ১৫ লাখ টাকা। ৯৬ ভাগ বাঁধে মাটি কাটা, ৭৫ ভাগ বাঁধে ঘাস লাগানোসহ শতভাগ বাঁধে বস্তা ও বাঁশ ফেলা সম্পন্ন হয়েছে। ঘাস লাগানোর কাজ চলমান আছে। তিন কিস্তিতে পিআইসি'র অনুকূলে মোট ৪ কোটি ১৮ লাখ টাকা ছাড় দেওয়া হয়েছে। বাকি টাকা কাজ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ছাড় দেওয়া হবে। এছাড়া কিছু বাঁধে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
এ সময় কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি বিশ্বজিত দেব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাওররক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
বিআর/আরআর-০৪