বড়লেখা প্রতিনিধি
এপ্রিল ০৩, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় অনিয়মের দায়ে ৩টি ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে পৌরশহরে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা। অভিযানের সময় জেলা ড্রাগ সুপার সিরাজুন্নবী মুনিরা, থানা পুলিশের এসআই সুব্রত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ (বি) ধারা লঙ্ঘন করে ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পৌরশহরের সানি ফার্মেসিকে ১০ হাজার টাকা, তান্নি মেডিকেল হলকে ৩ হাজার টাকা ও রিয়া মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এজে/আরআর-০৬