কমলগঞ্জে সেনা সদস্যের বাসায় চুরি

কমলগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২১
১২:০৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২১
১২:০৪ পূর্বাহ্ন



কমলগঞ্জে সেনা সদস্যের বাসায় চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জে জানালার লোহার গ্রিল ভেঙে একটি বাসায় চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) রাতে পৌর এলাকার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীতে কর্মরত শফিকুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটেছে।

চোরচক্রটি বাসার ভেতর থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, তিনি স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার রাতে তার বাসার সামনের দিকের একটি জানালা ও জানালার লোহার গ্রিল ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারির লক ভেঙে ২ ভরি স্বর্ণালঙ্কার, এলইডি টিভি, দামি কাপড়-চোপড় ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরলে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে বিষয়টি কমলগঞ্জ থানার পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কমলগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে চুরির ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এসডি/আরআর-০৩