জুড়ীতে শাহ নিমাত্রা (রহঃ) এর ওরস স্থগিত

জুড়ী প্রতিনিধি


এপ্রিল ০৩, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন



জুড়ীতে শাহ নিমাত্রা (রহঃ) এর ওরস স্থগিত

মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মৌলভীবাজারের জুড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী ফুলতলায় হযরত শাহ নিমাত্রা (রহঃ) এর ওরস মাহফিল স্থগিত করা হয়েছে।

মাজার কমিটি সূত্র জানিয়েছে, গতবছরও করোনা মহামারির কারণে দরগাহ-ই হযরত শাহ নিমাত্রা (রহঃ) এর ওরস মাহফিল বন্ধ ছিল। চলতি বছরের এপ্রিল মাসের ১১, ১২ ও ১৩ তারিখে তিনদিনব্যাপী ওরস মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাস বেড়ে যাওয়ার আশঙ্কায় মাজার কমিটি শাহ নিমাত্রা (রহঃ) এর ওরস মাহফিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

উক্ত মাহফিলে জুড়ি উপজেলাসহ গোটা মৌলভীবাজার জেলার মাজারভক্ত কয়েক হাজার লোকের সমাগম ঘটে। তাই স্থগিতের এমন উদ্যোগকে সমর্থন করেছেন সচেতম মহল।

মাজার কমিটির সভাপতি ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এইচআর/আরআর-০৪