শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি, নদীতে ভেসে উঠল নারীর লাশ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৪, ২০২১
১০:১৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২১
১০:১৬ অপরাহ্ন



শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি, নদীতে ভেসে উঠল নারীর লাশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে প্রায় ৭০ জন যাত্রীসহ একটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চডুবির পর এক নারীর ভেসে ওঠা লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।

রবিবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে রাবিত আল হাসান নামের লঞ্চটি মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় একটি বালুবাহী কারগোর সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালের আরএমও ডা. আসাদুজ্জামান জানান, লঞ্চডুবির পর ২৫/২৬ বছরের এক অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা লাশটি হাসপাতালে নিয়ে আসে।

লঞ্চডুবির আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। শহরের পাঁচ নম্বর ঘাট এলাকা থেকে উদ্ধারকারী জাহাজও ঘটনাস্থলে পৌঁছেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আরেফিন জানান, লঞ্চডুবির খবর পেয়ে ফায়ার ফাইটারদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

বিএ-০৮