দোয়ারাবাজারে হাওরে ধান কাটা শুরু

দোয়ারাবাজার প্রতিনিধি


এপ্রিল ০৮, ২০২১
০৯:০৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০৯:০৬ অপরাহ্ন



দোয়ারাবাজারে হাওরে ধান কাটা শুরু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন  হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। বৃষ্টিপাত শুরু হওয়ার পূর্বেই ব্রি (৮১ হাইব্রিড) ধান কাটতে পেরে কৃষকদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।  

উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় গত সপ্তাহ থেকে ব্রি ধানের পাশাপাশি ২৮ হাইব্রিড ধান কাটা শুরু করেছেন কৃষকরা। 

সরেজমিন হাওর এলাকা ঘুরে দেখা গেছে, মাত্র আড়াই মাসেই বাম্পার ফলন হয়েছে ব্রি ধানের। এবছরের সেরা চমক হচ্ছে  ব্রি ধান। ইতিমধ্যে এই ধান গোলায় তুলতে পেরে খুশি গ্রামের কৃষকরাও। 

অন্যদিকে প্রতিটি হাওরে ২৮ ধান কেটে মাড়াই শেষে সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এখন কৃষকরা। 

গত বছরের মতো এবারও উপজেলায় রোরো ধানের বাম্পার ফলন হওয়ার স্বপ্ন দেখছেন প্রত্যন্ত এলাকার চাষীরা । 

তারা জানিয়েছেন, ২৮ জাতের রোপনকৃত বেশির ভাগ জমির ধানই পাকতে শুরু করেছে। ধান ঘরে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কৃষক-কৃষাণিরা। 

উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক আবদুস ছাত্তার বলেন, চলতি বোরো মৌসুমে কানলার হাওর ও ফুটকিউড়া হাওরে ব্রি ধান রোপনের মাত্র আড়াই মাসে ফলন হয়েছে। 

ভালো ফলন হলেও অনাবৃষ্টি ও বাবুইপাখির উৎপীড়নে পাকাধানের কিছু ক্ষতি হয়েছে। এবছর হাওরে সাড়ে তিন একর জমিতে বোরো ফসল করেছি। ফলনও ভালো হয়েছে। 

একই গ্রামের কৃষক সিরাজ মিয়া জানান, ৮১ জাতের হাইব্রিড ধান কেটে নিরাপদে গোলায় তুলেছি। ইতিমধ্যে আগাম জাতের ২৮ ধান কাটা শুরু হয়েছে। ২৯' ৮৮ ও অন্যান্য জাতের ধান বেরিয়েছে পাহাড়ি ঢলে ক্ষতি না করলে এবছর বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি।

মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের কৃষক জমিরউদ্দিন, জাহির আলী জানান, দেখার হাওর ও কনছখাই হাওরে এবার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। 

ডুলপশি গ্রামের কৃষক আছদ্দর আলাী বলেন, দেখার হাওরে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। তবে চৈত্রের খড়ায় কিছুটা ক্ষতি হলেও সাম্প্রতিক সময়ে বৃষ্টি হওয়ায় ফসলের বেশ উপকার হয়েছে।

উপজেলা কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. মহসিন জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার ৯ ইউনিয়নে এবার ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। 

এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভাল হয়েছে। ইতিমধ্যে ব্রি ধান ও ২৮ হাইব্রিড ধান কাটা শুরু হয়েছে। এ বছর  লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছি।

এইচ এইচ/বি এন-০৪