বিশ্বে তিন মাসের মধ্যে রেকর্ড সংক্রমণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৯, ২০২১
০২:২৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২১
০২:২৭ অপরাহ্ন



বিশ্বে তিন মাসের মধ্যে রেকর্ড সংক্রমণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা বিশ্বে প্রকট আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্ব তিন মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখেছে। একই সময়ে দুই মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ লাখ ৩৯ হাজারের বেশি শনাক্ত হয়েছে যা ২ মাস ২৫ দিনের মধ্যে সর্বোচ্চ।

এর আগে গত ১৫ জানুয়ারি সাত লাখ সাড়ে ৬২ হাজারের বেশি শনাক্ত হয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ১৪ হাজার ১৫৯ জন শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভারতে ১ লাখ ৩১ হাজার ৮৯৩ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৮০২ জন।

একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৯০ হাজার শনাক্ত হয়েছে ব্রাজিলে। একই সময় মারা গেছেন প্রায় ৪ হাজার ২০০ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ৪৫ লাখ সাড়ে ২০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২৯ লাখ ১৫ হাজার মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৮৩ লাখ ১১ হাজারের বেশি।

বিএ-০৪