সিলেট মিরর ডেস্ক
                        এপ্রিল ১০, ২০২১
                        
                        ০২:২৫ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : এপ্রিল ১০, ২০২১
                        
                        ০২:২৫ পূর্বাহ্ন
                             	
                        
            
    সারা দেশে বিএনপির পাঁচ হাজার নেতা-কর্মী করোনাভাইরাসে আক্রান্ত এবং এই ভাইরাস সংক্রমণে মারা গেছেন ৪০০ জন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (৯ এপ্রিল) এ তথ্য জানান।
তিনি জানান, ‘আমাদের সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ডা. জাহিদ হোসেন এবং রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন।’
এক সংবাদ সম্মেলনে (ভার্চুয়াল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে করোনায় বিএনপির চার শতাধিক নেতা-কর্মী মারা গেছেন। আর পাঁচ হাজার নেতা-কর্মী করোনা আক্রান্ত আছেন। এটা গত ২-৩ দিন আগের খবর। আমরা থানা-ইউনিয়ন পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছি।’
তিনি বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, খন্দকার আহাদ চৌধুরীসহ অনেকেই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
আবারও বিএনপির ত্রাণ কার্যক্রম শুরু হবে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ‘গত বছরের মতো বিএনপির সামর্থ্য অনুযায়ী ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য নেতা–কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসকদের সংগঠন ড্যাবের পক্ষ থেকে যেসব সেবা দেওয়া হয়েছিল, সেটি এবারও চলমান থাকবে।’
বিএ-১৩