শ্রীমঙ্গল প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে তিনজনের নমুনা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক থেকে সংগ্রহ করা হয়। অপরজনের নমুনা মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছে।
আক্রান্তরা উপজেলার উকিল বাড়ি রোড, বারিধারা আবাসিক এলাকা, শ্রীমঙ্গল বালিশিরা মেডিকেল ডিপার্টমেন্ট (বিএমডি) ও রুপসপুর এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, সিলেটের ল্যাব থেকে শ্রীমঙ্গলের তিনজনের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। গত ৬ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, বিগত ৪ দিনে শ্রীমঙ্গলে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ জন আর চিকিৎসারত আছেন ১২ জন। এই পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২৬৫ জনের। মৃত্যুবরণ করেছেন ৫ জন আর সুস্থ হয়েছেন ২৪৮ জন।
জিকে/আরআর-০২