কমলগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু

কমলগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১১, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন



কমলগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু

দেশব্যাপী কোভিড-১৯ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে শনিবার (১০ এপ্রিল) বেলা ২টায় উপজেলার চৌমুহনী চত্বরে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এসব পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হেদায়াতুল্লাহ।

জানা গেছে, এ কার্যক্রম ৪৫ দিন চলবে। প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়িটি উপজেলার বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে। এ গাড়ি থেকে লিটারপ্রতি দুধ ৬০ টাকায়, এক হালি ডিম ২৮ টাকায় ও ফার্মের মোরগ কেজিপ্রতি ১৪০ টাকায় কেনা যাবে। জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ গাড়ি থেকে কেনাকাটা করতে হবে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হেদায়াতুল্লাহ জানান, গতবছর করোনাকালীন সময়ে খামারিদের আর্থিক ক্ষতি হয়েছিল। তাই এবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এসডি/আরআর-১১