প্রিন্স ফিলিপের শেষ বিদায়ে থাকছেন না মেগান ও বরিস

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১১, ২০২১
০৫:৫০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৫:৫০ অপরাহ্ন



প্রিন্স ফিলিপের শেষ বিদায়ে থাকছেন না মেগান ও বরিস

প্রিন্স ফিলিপের শেষকৃত্যে যাওয়া হচ্ছে না ডাচেস অব সাসেক্স মেগান মর্কেলের। তিনি গর্ভবতী থাকায় করোনার ভেতর ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক।

ডেইলি মেইল জানিয়েছে, মেগান না গেলেও তার স্বামী প্রিন্স হ্যারি অবশ্যই দাদার শেষকৃত্যে যোগ দেবেন।

বাকিংহাম প্যালেস থেকে গতরাতে বলা হয়েছে, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা মেগান এখন ভ্রমণ করবেন না।

২০১৯ সালের মে মাসে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসে। তার নাম আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর।

হ্যারি এবং মেগান ‘আর্থিকভাবে স্বাধীন’ হওয়ার ইচ্ছায় রাজকীয় পদবি ছেড়ে কানাডায় পাড়ি দিয়েছেন।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যে থাকছেন না দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও। 

বিদ্যমান করোনা বিধিনিষেধের কারণে তিনি এই অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আগামী শনিবার অনুষ্ঠিতব্য প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন না বরিস জনসন। 

রাজপরিবার থেকে যতোটা বেশি সম্ভব সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, শেষকৃত্য অনুষ্ঠানে ডিউক অব এডিনবরার সন্তান, নাতি-নাতনিসহ ঘনিষ্ঠ অন্যান্য পরিবার থেকে কেবল ৩০ জন উপস্থিত থাকতে পারবেন। 

করোনা মহামারির কারণে সাধারণ মানুষকে এই অনুষ্ঠান থেকে দূরে থাকতে বলা হয়েছে।

বি এন-০৫