খালেদা জিয়া করোনা আক্রান্ত, তবে অবস্থা স্থিতিশীল : ফখরুল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১১, ২০২১
০৮:৪৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৯:০৬ অপরাহ্ন



খালেদা জিয়া করোনা আক্রান্ত, তবে অবস্থা স্থিতিশীল : ফখরুল

দিনশেষে বিএনপির পক্ষে থেকে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে খালেদা জিয়া তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ রবিবার (১১ এপ্রিল) বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিষয়টি জানিয়ে বলেন, ‘খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’ 

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। নমুনা গতকাল আইসিডিডিআরবিতে নেওয়া হয়েছিল। সেখানে তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ পেয়েছি। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান ফখরুল।  তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত অন্য কোনো উপসর্গ নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় নিয়ে খালেদা জিয়ার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কোনো প্রয়োজন হয় তখন পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।’

খালেদা জিয়া তাঁর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দলের সব স্তরের নেতা-কর্মীদের কাছে আহ্বান থাকবে দেশনেত্রীর রোগ মুক্তির জন্য দোয়া চাইবেন এবং সুবিধামতো সময়ে স্বাস্থ্যবিধি মেনে দোয়া করবেন। অনুরোধ থাকবে স্থানীয় মসজিদে তাঁর সুস্থতা কামনা করে দোয়া চাইবেন। 

তবে দিনের শুরুতে দলের চেয়ারপারসনের করোনা ‘পজিটিভ’ হওয়ার বিষয়ে কিছু জানা নেই বলে সাংবাদিকদের বলেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি এখনো নিশ্চিত নই। মিডিয়া থেকে খবর পাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেগম জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট দেখলাম। আমি ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করছি। নিশ্চিত হলে জানাব।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। তার করোনা পজিটিভ, এটা শতভাগ সত্য।’

তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও তার ভাগনে ডা. মামুন সাংবাদিকদের বলেন, ‘ওনার করোনা পরীক্ষা করা হয়নি। যে রিপোর্ট ভাইরাল হয়েছে, এটা ভুয়া। এটা সঠিক নয়।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের প্রথমে বলেন, ‘খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষা করা হয়নি। আমি যা বলছি এটাই ঠিক।’

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশীদ বলেন, ‘ম্যাডামের চিকিৎসার বিষয়টি পরিবার দেখে। বিশেষ করে ডা. মামুন বাসায় যাওয়া আসা করেন, তিনি ভালো বলতে পারবেন। তিনি যেটা বলবেন সেটাই অথেনটিক। ম্যাডামের করোনা পজিটিভ কি নেগেটিভ তা আমি জানি না।’

কিন্তু দিনের শেষভাগে ফখরুল সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসা শুরু হয়েছে। তিনি ভালো আছেন। তার রোগমুক্তির জন্য দোয়া করবেন।’

 

বিএ-০৬/ এএফ-০৯