ভারতে কুম্ভমেলায় লাখো লোকের ভিড়

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১২, ২০২১
০৬:১০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২১
০৬:১০ অপরাহ্ন



ভারতে কুম্ভমেলায় লাখো লোকের ভিড়

যেসব দেশে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে ভারত। 

তবে প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসকে তোয়াক্কা না করে পবিত্র গঙ্গায় একটি ডুব দিয়ে পবিত্র হতে ভিড় জমিয়েছে লাখো লোক।

সোমবার উত্তরাখন্ডের হিমালয় রাজ্যের হরিদ্বার শহরে কুম্ভমেলায় পুণ্য স্নানের জন্য হাজির কাতারে কাতারে পুণ্যার্থী। 

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, গঙ্গাস্নান তাদের সমস্ত পাপ ধুয়ে দিয়ে পরিত্রাণ আনবে।

প্রতি ১২ বছর পরপর পবিত্র কুম্ভমেলা আয়োজিত হয় এবং চার শহর এলাহাবাদ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী থেকে যেকোনো একটি জায়গা বেছে নেওয়া হয় মেলা আয়োজনের জন্য। এবার আয়োজিত হচ্ছে হরিদ্বারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আবহেও এবারের মেলায় উপচে পড়া ভিড়ের কারণে নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছেন তারা। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবারের কুম্ভমেলা উৎসব বাতিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু নিরাপত্তা নিয়মের মধ্যে মেলা আয়োজনের আশ্বাস দেয় দেশটির সরকার।

গত সপ্তাহ থেকে ভারতে প্রায় প্রতিদিন লাখের ওপর করোনায় আক্রান্ত হচ্ছে। সোমবার দেশটিতে ১ লাখ ৬৮ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। 

ইতিমধ্যে ভারতে ১৩.৫ মিলিয়ন লোক করোনায় আক্রান্ত হয়েছে। ৩১ মিলিয়ন আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ১৩.৪ মিলিয়ন আক্রান্ত ব্রাজিলে।

বি এন -০৬