জুড়ী প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২১
১২:৫৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকা থেকে সুলতান আহমদ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বড়লেখা উপজেলার আতুয়া বড়াইল শাবাজপুর গ্রামের মৃত কালা মিয়া ও ছায়ারুন নেছার ছেলে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৭টায় কুচাই চা-বাগান এলাকায় সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ লেমনকে জানান। পরে চেয়ারম্যান জুড়ী থানায় খবর দেন। সকাল ৯টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
আরআর-০৪