কুলাউড়ায় কঠোর প্রশাসন, ভ্রাম্যমান আাদালতের মামলা ও জরিমানা

কুলাউড়া প্রতিনিধি


এপ্রিল ১৪, ২০২১
০৮:১৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০৮:১৬ অপরাহ্ন



কুলাউড়ায় কঠোর প্রশাসন, ভ্রাম্যমান আাদালতের মামলা ও জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর শহরসহ বিভিন্ন এলাকায় লকডাউনের প্রথম দিনে প্রশাসন কঠোর তৎপরতা চালিয়েছে। এসময় লকডাউন অমান্যকারীদের ভ্রাম্যমান আাদালত পরিচালনা করে মামলাসহ জরিমানা আদায় করা হয়। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলা ও পুলিশ প্রশাসন বিধি লংঘনকারীদের বিরুদ্ধে এসব মামলা ও জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এবং ওসি বিনয় ভূষণ রায়সহ পুলিশের সহযোগিতায় কুলাউড়া পৌর শহরসহ বিভিন্ন এলাকায় অপ্রয়োজনে বাড়ির বাহিরে চলাচলে বিধি লংঘন করাসহ লকডাউন ভঙ্গ করায় পথচারী, মোটরসাইকেলারহী, সিএনজিচালিত অটোরিক্সা ও ব্যাটারিচালিত রিক্সার আরোহীদের আইনের আওতায় এনে জরিমানাসহ সতর্ক করা হয়।

কুলাউড়ার জনগণের স্বার্থে কোভিড-১৯ রোগ থেকে সবার সুরক্ষায় ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে প্রতিদিন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সরাসরি মাঠে অবস্থান করবে। যারা বিধি লংঘন করবে তাদের বিরুদ্ধে আরো কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

তিনি বলেন, কুলাউড়া পৌর শহরে, ব্রাহ্মণবাজার এলাকায় অভিযানকালে ১৮টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

জেএইচজে/বিএ-০২