রাজনগরে নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ

রাজনগর প্রতিনিধি


এপ্রিল ১৫, ২০২১
১০:২৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২১
১০:২৭ অপরাহ্ন



রাজনগরে নির্মাণ শ্রমিককে হত্যার অভিযোগ

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মাসুক নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নের জন্ম হয়েছে। এটি সাধারণ মৃত্যু নয় বলে দাবি করেছে মাসুকের পরিবার ও এলাকাবাসী। এমন দাবিতে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ২টায় নির্মাণাধীন রাজনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে শিপলু মিয়া সমর্থক যুবসমাজ ও তেলিজুড়ি গ্রামবাসীর নামে দু'টি ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য দেন, মৌলভী আব্দুল মুহিত, মোস্তাফিজুর রহমান পলাশ, মো. রোকন মিয়া, রুসেল আহমদ, হামিদুর রহমানসহ আরও অনেকে। 

বক্তারা বলেন, পাঁচতলার উপর থেকে যদি ২৫-৩০ কেজি ওজনের একটি লোহার পাইপ একজন ব্যক্তির উপর পড়ে, তাহলে অবশ্যই প্রচুর রক্তক্ষরণ হওয়ার কথা। কিন্তু মাসুকের শরীর থেকে সে পরিমাণ রক্ত ঝরেনি। তাই এটি একটি পরিকল্পিত হত্যা বলে আমরা মনে করছি। তাছাড়া তারা বিষয়টি গোপন করার জন্য পরিবারের লোকজনকে না জানিয়ে মাসুককে হাসপাতালে নিয়ে যায়। আমরা মাসুক হত্যার বিচার চাই।

উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ এপ্রিল) নির্মাণাধীন রাজনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাদের উপর থেকে লোহার পাইপ পড়ে গুরুতর আহত হয়ে মারা যান শ্রমিক মাসুক মিয়া। কিন্তু নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন।

 

এফএইচ/আরআর-০১