শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে করোনা প্রতিরোধ ও এডিস মশা নিধনে অভিযান

শ্রীমঙ্গল প্রতিনিধি


এপ্রিল ১৭, ২০২১
০৪:১৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২১
০৪:১৯ অপরাহ্ন



শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে করোনা প্রতিরোধ ও এডিস মশা নিধনে অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে  অভিযান শুরু করা হয়েছে।

গত ৭ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু করে শ্রীমঙ্গল পৌরসভা। 

এসব কার্যক্রমের উদ্বোধন করেন, পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু। পৌরসভার উদ্যোগে এসব কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

সরেজমিনে উপস্থিত থেকে এসব কার্যক্রম তদারকি করেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর  মো.ছাদ উদ্দিন, মিল্লাত হোসেন, মীর এম এ সালাম, এবং অফিস সহকারী অসীম কর প্রমুখ। 

পৌরসভার সহকারী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম বলেন, ‘পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলছে। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে শ্রীমঙ্গল পৌরসভা।’ এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, ‘পৌরসভার আশে পাশে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য পৌরবাসীকে আহ্বান জানানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয়। সবাইকে সরকার ঘোষিত লকডাউন মেনে চলার অনুরোধ জানান তিনি।

জি কে/বি এন-০৪