বাংলাদেশ থেকে আসা সবাই নাগরিক: মমতা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৮, ২০২১
০৪:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২১
০৪:২৭ পূর্বাহ্ন



বাংলাদেশ থেকে আসা সবাই নাগরিক: মমতা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঘুরেফিরেই আসছে বাংলাদেশ প্রসঙ্গ। অনুপ্রবেশ ইস্যুকে নির্বাচনী প্রচারের হাতিয়ার করেছে বিজেপি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে তারা।

তবে ইস্যুটিকে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ প্রসঙ্গে মমতা সাফ জানিয়ে দিলেন, ১৯৭১ সালের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশ থেকে আসা সবাই ভারতের নাগরিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, 'কে বলেছেন তারা নাগরিক নয়। বিজেপি ঠিক করে দেবে কে নাগরিক কে নাগরিক নয়?' গত শুক্রবার হাওড়ায় নির্বাচনী প্রচারে এসব কথা বলেন মমতা।

প্রচারে মমতা আরও বলেন, ‘বাংলাদেশকে আমি ভালোবাসি। সে দেশে যাব। তবে রাজনীতি করতে যাব না। আমি যা বলি সামনে বলি। আমি বলছি, মতুয়ারা নাগরিক, তো আপনারা নাগরিক। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই বাজে কথা বলতে পারি না। নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলতে পারেন, অমিত শাহ পারেন। তাদের কোনো দায়বদ্ধতা বাংলায় নেই।’

আরসি-০৬