সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২০, ২০২১
০৩:২৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২১
০৩:২৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতার জ্বর হলে তার কোভিড-১৯ পরীক্ষা করা হয় এবং পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।
এনডিটিভি জানায়, মনমোহন গত শনিবার কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সে বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন।
বৈঠকে কংগ্রেস নেতারা ভারতের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু পরামর্শ দিয়ে একটি চিঠি লেখেন।
বিএ-০৮