রাজনগরে ৩০০ জন পেলেন রমজানের উপহারসামগ্রী

রাজনগর প্রতিনিধি


এপ্রিল ২১, ২০২১
০১:৩০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২১
০১:৩০ পূর্বাহ্ন



রাজনগরে ৩০০ জন পেলেন রমজানের উপহারসামগ্রী

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আর্থিকভাবে অস্বচ্ছল ৩০০ জন ব্যক্তি উপহার হিসেবে পেয়েছেন রমজানের খাদ্যসামগ্রী।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পুরাতন ডাকবাংলোধীন শিক্ষিকা নাজমা খানমের বাসায় এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

মৃত আলহাজ্ব আয়ূব আলী মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে ও অলি'স ফাউন্ডেশন ইউকে'র আয়োজনে অনুষ্ঠানে শিক্ষিকা নাজমা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ৫ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক।    

৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি পেঁয়াজসহ মোট ১০ কেজি করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়েছেন ৩০০ জন সুবিধাভোগী।

এ সময় নাজমা খানম বলেন, আমাদের এই ছোট প্রয়াসে যদি কারও মুখে হাসি ফোটে, তাহলেই আমাদের আয়োজন স্বার্থক। এমন সহায়তা সবসময় চালিয়ে যাব ইনশাআল্লাহ।

ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক জানান, বিভিন্ন সময় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ এই ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে থাকে। এরকম সহায়তা তারা অব্যাহত রাখবেন এটাই কাম্য।

উল্লেখ্য, রমজান মাস শুরুর দুইদিন আগেও সংস্থাটি খাদ্যসামগ্রী বিতরণ করেছিল।

 

এফএইচ/আরআর-০৫