কোন জটিলতা নেই, ভালো আছেন খালেদা জিয়া

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২১, ২০২১
০৬:১০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২১, ২০২১
০৬:১০ পূর্বাহ্ন



কোন জটিলতা নেই, ভালো আছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ার ১৩ তম দিনে ভালো আছেন। তার কোনো ধরনের জটিলতা নেই।

মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

এর আগে চিকিৎসকদের একটি দল গুলশানে দলের চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে যান। রাত দশটায় তারা ফিরোজায় যান এবং রাত সোয়া এগারোটায় বেরিয়ে আসেন।

ডা. এ জেড এম জাহিদ বলেন, দেশবাসীর দোয়ায় চেয়ারপারসন ভালো আছেন। তার জ্বর নেই। শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে, শ্বাস প্রশ্বাস ও অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। কোনো ধরনের জটিলতা নেই। আগামী রবি কিংবা সোমবার মেডিকেল বোর্ডর সিদ্ধান্ত মোতাবেক করোনা আছে কি না তার টেস্ট করা হবে।

তিনি আরও বলেন, খাবারের রুচি আছে। কাশি কিংবা গলাব্যথা নেই। নিয়মিত চিকিৎসা চলছে। সার্বক্ষণিক মনিটরিং চলছে।

তিনি জানান, চেয়ারপারসন তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে মেডিকেল টিম কাজ করে যাচ্ছেন।

শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।

গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিএ-০৩