শ্রীমঙ্গলে ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা

শ্রীমঙ্গল প্রতিনিধি


এপ্রিল ২২, ২০২১
১০:২২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২১
১০:২২ অপরাহ্ন



শ্রীমঙ্গলে ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারী বৃষ্টিপাত ও হাওর অঞ্চলে বন্যার সম্ভাবনা থাকায় কৃষকদের জমির ধান কেটে সহযোগিতা করতে মাঠে নেমেছেন স্বেচ্ছাসেবকরা। আর এ স্বেচ্ছাশ্রমে ধান কাটায় নেতৃত্ব দিচ্ছেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রখর রোদ উপেক্ষা করে কৃষকদের ধান কেটে দিচ্ছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের হাইল হাওর সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, ইউএনও'র নেতৃত্বে প্রায় শতাধিক মানুষ হাতে কাস্তে নিয়ে ধান কাটছেন। প্রখর রোদ উপেক্ষা করে তারা একের পর এক কৃষকের জমির ধান কেটে দিচ্ছেন। টানা দুই ঘণ্টা নিজে মাঠে থেকে ধান কেটেছেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ। 

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ মৌসুমে উপজেলার ৯ হাজার ৬৫২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলের নিচু জায়গায় ৩ হাজার ৭২৭ হেক্টর জমি রয়েছে।

 

জিকে/আরআর-০১