কমলগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২১
০৩:২১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৩:২১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর (টিলাগাঁও) গ্রামে বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সালমা বেগম (১৪)। সে ওই গ্রামের দিনমজুর মিনার মিয়ার মেয়ে ও ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে সেহরি খেয়ে মা-বাবা ঘুমিয়ে পড়লে সকালে সালমা বেগম উঠে রান্নাঘরে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরি করতে যায়। এ সময় একটি ভাঙা সুইচবোর্ডে হাত লেগে সে বিদ্যুতায়িত হয়। তার চিৎকারে মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন মেয়ে বিদ্যুতায়িত হয়েছে। তার বাবা মিনার মিয়া দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করলে সালমা মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসডি/আরআর-০৬